News And Event

"আরশী"- নিয়ে কিছু কথা (PART-1)

Time: January 6th, 2012, 3:10 pm

 

 

“আরশী” বাংলাদেশের প্রথম সার্থক ফটোগ্রাফি পোর্টাল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন বছরের প্রথম দিন জানুয়ারী ১, ২০১২ থেকে। বাংলাদেশের ফটোগ্রাফি অঙ্গনের প্রচলিত ধ্যানধারণা কে আমূলে বদলে দিতেই “আরশী”-র আবির্ভাব এবং এর প্রতিটি পদক্ষেপেই থাকবে তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিগত কয়েক বছরে লেন্স এর মধ্য দিয়ে অনুসন্ধিৎসু চোখের সংখ্যা অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে এবং নিঃসন্দেহে বলা যায় ফটোগ্রাফি নিয়ে এই নীরব বৈপ্লবিক উত্থানকে সঠিকভাবে কাজে লাগানো হলে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অগ্রসরমান যাত্রায় তা একটি নতুন হাতিয়ার হবে।

বাংলাদেশের ফটোগ্রাফারগণ ফ্লিকার এবং সমজাতীয় ভিনদেশীয় ওয়েবসাইট ছাড়া তেমন কোন দেশীয় পূর্ণাঙ্গ ফটোগ্রাফি সাইট পান না বলে ব্যাপক সাধনার মাধ্যমে তোলা ছবিগুলো  মানুষের চোখ পর্যন্ত পৌঁছায় না। একই সাথে যারা পেশাদার ফটোগ্রাফার  হিসেবে কাজ করেন বা করতে আগ্রহী তারাও কাজের যথাযোগ্য মূল্যায়ন, অথবা নিজের প্রতিভা উপস্থাপনের কোনো মাধ্যম পান না। “আরশী” তাদের এ সীমাবদ্ধতাগুলোকে অতীত  বলে প্রমাণিত করার প্রয়াস নিয়েই যাত্রা শুরু করেছে। “আরশী” কেবল পেশাদার ফটোগ্রাফারদের পৃষ্টপোষকতাই করে না, নবাগতদের জন্যও “আরশী” আদর্শ  প্লাটফর্ম। 

“আরশী” অর্থ আয়না। “আরশী” নিজেকে উপস্থাপন করছে বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে। “আরশী” দ্রুতই এমন এক দর্পন হয়ে উঠবে যেখানে একই সাথে যেমন থাকবে রঙ, রূপ ও বৈচিত্র সম্বলিত ফটোগ্রাফির সম্ভার , একই সাথে এতে আবিষ্কার হবে পর্যটন ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনার বাস্তব প্রমাণ। দেশের ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলীর চিত্র এখানে স্থান পাবে, ফুটে উঠবে পহেলা বৈশাখের রঙ্গিন বর্ণালী, শোভা পাবে বিজয়ের মাসের গর্বিত উৎসবের চিত্রগুলি, সমাজের অবহেলিত এবং অনাচারের স্বীকার ক্ষেত্র বা মানুষগুলোও উঠে আসবে দৃষ্টিসীমার একদম সম্মুখে। “আরশী” বাংলাদেশের মেধাবী ফটোগ্রাফার দের অনবদ্য চিত্রগুলোকে লালন করবে একটি একক প্লাটফর্মের ছায়াতলে, বাংলাদেশ সম্পর্কে পূর্ণ ধারণা পেতে এই সাইটটি হবে একটি পূর্ণাঙ্গ মাধ্যম । নিভৃতেই বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশকে উপস্থাপন এবং বাংলাদেশের রূপ সম্ভার অবলোকনের নীরব নিমন্ত্রণ জানিয়ে যাবে “আরশী”।